পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিয়া বিবেচিত হইবে-তোমার বাক্যানুসারেই ভূমি অভজ বলিয়া বিবেচিত হইবে। " ৩০ । তিনি লোকদিগকে উপদেশ দিতেছিলেন, এমত কালে তাহার মাতা ও জ্ঞাতিরা তাহার সহিত কথোপকথনাখ বহির্দেশে দণ্ডায়মান হইয়াছিলেন। কেহ আসিয়া কহিল ‘কথাবার্তার অভিলাষ করিয়া আপনার মাতা ও জ্ঞাতির বহির্দেশে দণ্ডায়মান আছেন । তিনি তাহাকে কছিলেন, আমার মাতা কে? জ্ঞাতিই বা কে? তখন শিষ্যদের দিকে হস্ত প্রসারণ পূৰ্ব্বক কহিলেন, এই আমার মাতা ও জ্ঞাতিদিগকে দেখ! যে ব্যক্তি আমার পরমপিতার অভিপ্রায়ানুযায়ী চলে, সেই আমার মাতা, কুটুম্ব \한 છૂષના | _ ৩১*। সেই দিবস ষিশু গৃহ হইতে বহির্গত হইয়া সরোবরতীরে উপৰেশন করিলেন; এবং এত লোকের সমাগম হইল যে তিনি নৌকার উপরে গিয়া বসিতে বাধ্য হইলেন; সমস্ত লোক তীরে দণ্ডায়মান রহিল। তিনি উপমাবাক্য দ্বারা উপদেশ দিতে লাগিলেন। দেখ, এক বীজবাপক বীজ বপনার্থ গমন করিল; বপন করিতে করিতে कुडक

  • মধি ১৩ খু জ।