পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বীয় ক্ষেত্রে বপন করিল। ঐ বীজ সৰ্ব্ববীজাপেক্ষ ক্ষুদ্রতম বটে, কিন্তু বদ্ধিত হইলে তাহা শাকদের মধ্যে ৰূহত্তম ও বৃক্ষ তুল্য হয়—এমত ষে তাহার শাখায় বিহঙ্গমগণ আসিয়া মীড় প্রস্তুত করিতে পারে । _ ৩৬। তিনি আর একটি ৰূপকবাক্য কছিলেন, ধৰ্ম্মরাজ্য তালকীর তুল্য, যাহা কোন স্ত্রী তিন মান অন্নের সছিত মিশ্রিত করাতে সমুদায় রসাত্ত হইয়া গেল। যিশু লোকদিগকে এই ৰূপ ৰূপকবাক্যের দ্বারা উপদেশ দিতে লাগিলেন; ৰূপক ব্যতীত অন্য ৰূপ প্রসঙ্গ করিলেন না; এতদ্বারা ভবিষ্যদ্বক্তার এই ধাক্য সম্পূর্ণ হুইল ‘ আমি ৰূপকবাক্য ব্যক্ত করিব, এবং পৃথিবীর আদিমাবস্থাবধি ষে যে বিষয় রহস্য স্বৰূপ রছিয়াছে, তাহা আমি প্লেচার করিব।” ৩৭ ৷ তদনন্তর বিশু লোকসকলকে বিদায় দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন ; এবং শিষ্যেরা আসিয়া নিবেদন করিল ক্ষেত্রস্থ উশীরী ভূণের অর্থ আমারদিগকে ব্যাখ্যা করিয়া বলুন। তিনি বলিলেন, যিনি উত্তম বীজ বপন করেন তিনি নরপুত্র; পৃথিবী ক্ষেত্র স্বৰূপ ধাৰ্শ্বিকের উত্তম বীজ স্বৰূপ; কিন্তু আধাৰ্ম্মিকেরা উগীরী বীজ তুল্য; পাপপুরুষ শক্ত স্বৰূপ হইয়া তাহারদিগকে রোপণ করে। পৃথিবীর শেষা