পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8° বস্থা সংগ্ৰহকাল স্বৰূপ; এবং দেবতার (৭৭) সংগ্রাহক। উশীরী সকল উৎপাটিত হইয়া যে মন দছনাৰ্থ অগ্নি মধ্যে নিক্ষিপ্ত হয়, প্রলয় সময়েও সেই ৰূপ হইবে। নরপুত্র স্বীয় অধীন দেবতাদিগকে প্রেরণ করবেন, এবং তাহারা পাপকারী দুরাত্ম। লোকদিগকে একত্রিত করিয়া মহান অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত করবেন; তথায় দশনধর্ষণ ও রোদন ধনি শ্রত হইবে। তৎকালে ধৰ্ম্মপরায়ণ ব্যক্তিরা পরম পিতার স্থখরাজ্যে প্রভাকর তুল্য প্রভা প্রকাশ করিবেন । যাহাদের কর্ণ অাছে, শ্রবণ করুক । ৩৮* ৷ একদা যিৰূসালেমের ধৰ্ম্মশাস্ত্রবেত্তা ও ফিরুলির অসিয়া যিশুর নিকটে প্রস্তাব করিল, ‘প্রাচীনদের শ্রুতিবাক্যকে তোমার শিষ্যের কেন লঙ্ঘন করে? কারণ ভোজন সময়ে তাহারা হস্ত ধৌত করে না। তিনি উত্তর করিলেন, শ্রুতির মান রক্ষা করিতে গিয়া তোমারা কেন পরমেশ্বরের আজ্ঞা লঙ্ঘন কর? কারণ পরমেশ্বরের এই আজ্ঞা আছে যে, “পিতা মাতাকে ভক্তি কর; যে ৰীক্তি (৭৭) দেবতা, অমরগণ, খৃষ্টীয় মতে মনুষ্যের অপেক্ষা শ্রেষ্ঠতর জীব বিশেষ তাহারা পরমেশ্বরের সহবাস করেন।

  • মখি ১৫ শ জু।