পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৩ ] তিনি ঐশ্বৰ্য্যাসনে উপবিষ্ট হইবেন ; তাহার সমক্ষে সমস্ত জাতি একত্রিত হইবে; এবং মেষপাল বেমন ছাগ হইতে মেষদিগকে পৃথক করে, তিনি ও তদ্রুপ এক প্রকার মনুষ্য হইতে অপর প্রকার মনুষ্যকে পৃথক করবেন। তিনি মেষদিগকে দক্ষিণ পার্শ্বে ও ছাগদিগকে বাম পাশ্বে রক্ষা করবেন। তখন নৃপতি দক্ষিণদিকস্থদিগকে কহিবেন আমার পিতার বশম্বদ সাধুগণ আইস: আদ্য কালাবধি তোমারদের নিমিত্ত যে রাজ্য প্রস্তুত আছে, তাহ অধিকার কর। আমি বুভুক্ষিত ছিলাম, তোমরা অন্ন দিয়াছ; আমি তৃষ্ণাৰ্ত্ত ছিলাম, তোমরা পানীয় দিয়াছ আমি অজ্ঞাতকুলশীল ছিলাম, তোমরা আমার সৎকার করিয়ছ ; লগ্ন ছিলাম, তোমরা পরিচ্ছদ দিয়াছ ; পীড়িত ছিলাম, তোমরা পরিচর্য্য! করিয়াছ; কারাবদ্ধ ছিলাম, তোমরা আমার নিকট আগমন করিয়tছ।” তখন ধাৰ্ম্মিকের কহিবেন ‘প্ৰভো! আমরা কোন সময়ে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজ্য দিয়াছি, অথবা পী পাসাতুর দেখিয়া পালীয় দিয়াছি ? কোন সময়ে আপনাকে অপরিচিত দেখিয়া সৎকার করিয়াছি, বা নগ্ন দেখিয়া বস্ত্র দিয়ছি? কোন সময়েইবা আপনাকে পীড়িত বা কারাবদ্ধ দেখিয়া আপনার নিকটে অাসিক্ষণছি*