পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3) ১ । আমাদের বিরুদ্ধে পরের দোষ আমরাও ক্ষমা করিব, ইহা অঙ্গীকার করিতেছি। ২ । পরের দোষ ক্ষমা করিলেই আমাদের পাপ ক্ষম। হইবে, এমন নহে, কারণ পাপক্ষম প্ৰভু যৗন্ত গ্রীষ্টের মৃত্যুর ফল। ৩ । পরের দোষ ক্ষমা করিতে অসম্মত ব্যক্তি পাপ ক্ষম পাইবার অযোগ্য, ইহার প্রমাণ । (১) সে কপটি, ফলতঃ যেরূপ অনুগ্রহ ঈশ্বরের নিকটে চাহে, তদ্রুপ অনুগ্রহ আপনি কাহারে প্রতি করিতে চাহে না । (২) সে অহঙ্কারী, ফলতঃ ঈশ্বরের বিরুদ্ধে আমার পাপ অল্প ও লঘু, কিন্তু আমার বিরুদ্ধে পরের দোষ অনেক ও গুরুতর, ইহা মনে ২ বলে। (৩) সে আত্মসুখী, ফলতঃ আপনি পাপক্ষমা পাইতে চাহে, কিন্তু অন্য কেহ যে পাপক্ষম ম্পায়, ইহা চাহে না । - (৪) সে পাপক্ষম পাইয়াও দুরন্ত ও পাপেতে রত ও অপবিত্র থাকিতে চাহে । ( ১১.) মাথ ১ ; ১৩ । আমাদিগকে পরীক্ষাতে আনি ও ন}। প্রথম ভাগ। এই রূপ প্রার্থনা যে ব্যক্তি করিতে পাৱে, তাহার বণনা । ১।' সে পাপকে ঘৃণাহ জানিয়া আপনায় দুৰ্ব্বলতা প্রযুক্ত পরীক্ষার বিষয়ে ভয় করে। o