পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ ২ । সে পরীক্ষার মধ্যে যাইতে বিশেষতঃ দুষ্ট লোকদের সহিত মিত্ৰত করিতে দুঃসাহস করে না । - ৩। সে পাপহইতে রক্ষা পাইবার নিমিত্তে ঈশ্বরের নিকটে আশ্রয় লয় । দ্বিতীয় ভাগ । এই প্রার্থনার অভিপ্রায় । ১ । ঈশ্বর যেন আমাদের কুমতি জন্মাইতে কাহাকে না দেন । (১) ঈশ্বর আপনি কাহারে কুমতি কখনে জন্মান না । ( ) কিন্তু শয়তান ও সা^সারিক লোকের ও আমাদের নিজ प्रेन, ইহারা আমাদের কুমতি জন্মাষ্টতে সৰ্ব্বদা যত্ন করিতেছে । (৩) শয়তান যদি আমাদের কুমতি জন্মায়, তবে তাছাতে আমরা দোসী হইয়া উটি। যে ঘরের মধ্যে বারুদ থাকে, তাহাতে ক্টোন *తై যদি অগ্নি লাগায়, তবে অমনোযোগি রক্ষকের দোষ বিনা তাহ: করিতে পারে না । (৪) ঈশ্বর যেন আমাদিগকে পাপে ভুান্ত হইতে না দেন, এমত প্রার্থনা করা অতি আবশ্যক বটে। ২ । ঈশ্বর আপনি যেন ভয়ানকৰূপে আমাদিগের পরীক্ষা না করেন । (১) ঈশ্বর নানা প্রকারে আপন লোকদের পরীক্ষা করেন ।