পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৭

○ソ 。 মথি ১২ ; > 0 ।

তিনি র্থে হল নল ভাঙ্গিলেন না, ও সপ্তম শলিত নিৰ্ব্বাণ করিলেন না। । প্রথম ভাগ । ৰ্থেৎলা নল । নল দুৰ্ব্বল। তাহ যাবৎ দাড়াইয় থাকে, তাবৎ অহঙ্কারি মনুষ্যকে বুঝায়। ৰ্থেংলা নল এমন মানুষকে বুঝায় যে আপনার দুৰ্ব্বলতা বুঝিয়া কিঞ্চিৎ নমু হইয়াছে। o ১ । দুৰ্ব্বলতা দেখা যায়, কারণ বিশ্বাস ও স্বগের আশা ও প্রেম ও ধৰ্ম্মবিষয়ক যত্ব ও পাপের সহিত যুদ্ধ এই সকলেতে এমত লোকের দুস্থলতা দেখা যায়। ২ নমুত দেথা যায়, কারণ ঐহিক দুঃস্থ ও আপদদ্বার: হউক, কিম্ব পাপের জন্যে আন্তরিক ভয় ও লজ্জা ও শোকদ্বারা হউক, তাহার অহঙ্কার নত হইয়াছে। দ্বিতীয় ভাগ। সপ্তম শলিতা কিম্বা বাটী। এমন বাটীর মধ্যে ১, তৈল আছে . এবণ ২, তাহা জ্বলে বটে ; কিন্তু ৩, পূমেতে প্রায় নিবিয়া সায় ; ও ৪, দুগন্ধ হয়। অতএব সপ্তম শলিত: কাহার দৃষ্টান্ত ? ১ । যে ধাৰ্ম্মিক লোকের মনেতে সত্য জ্ঞানের সহিত নানা প্রকার ভুান্তি থাকে, তাহার। আর, ২। যে ধাৰ্ম্মিক লোক নানা প্রকার তুটি প্রযুক্ত প্রায় কাঁহারে প্রিয় পাত্র হয় না, তাহার।