পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২১ ৩। নিৰ্ভয়ে মনুষ্যদের সাক্ষাতে গ্রীষ্টের নাম স্বী কার করা । ৪। গ্রীষ্টের নিমিত্তে অর্থব্যয় ও শ্রম ও ক্লেশ স্বী কার করা । ৫। র্তাহার আজ্ঞা পালন করা । দ্বিতীয় ভাগ। খ্ৰীষ্টকে প্রেম করণের মূল কি ? ১ । তিনি উত্তম শিক্ষক ছিলেন, এব৯ অনেক আশ্চৰ্য্য ক্রিয়া করিতেন, এব• অতি পবিত্র আছেন, এই জন্যে র্তাহার যে আদর করা তা হল ভাল বটে, কিন্তু তাহ সেই প্রেমের মূল নহে। ২ । তিনি পাপ ক্ষমাদ্বারা আমাদিগকে অতিশয় বাধিত করিয়াছেন, ইহা মনেতে দৃঢ় ৰূপে জ্ঞাত হওয সেই প্রেমের মূল। যে কেহ তাহ জ্ঞাত আছে, সে. (১) আপনাকে অতিশয় পাপিষ্ঠ ও পাপপ্রযুক্ত 'নরকের যোগ্যপাত্ৰৰূপে জানিয়া নমু আছে। (২) এব^গুীষ্টের নিকটে পাপের মাৰ্জ্জন চাহে। (৩) পরে সেই পাপের মাৰ্জ্জন পায়। (৪) আর আমাদিগের পাপ ক্ষম করণার্থে খ্ৰীষ্ট যে সকল ক্লেশ ভোগ করিয়াছিলেন, তাহ। পুনঃ ২ মনে বিবেচনা করে। - তৃতীয় ভাগ। গ্রীষ্টের প্রতি প্রেম, এবণ পাপের মাৰ্জ্জন। এই দুইয়ের মধ্যে কি লম্বন্ধ আছে ? ১। যে কেহ খ্ৰীষ্টকে প্রেম করে নংসে পাপের মাৰ্জ্জুন পায় নাই এই কারণ র্তাহাকে প্রেম করে না।