পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*३, ९ ২ । যে কেহ খ্ৰীষ্টকে অল্প প্রেম করে, তাহার অল্প পাপ আছে, এমন নহে, কিন্তু শ্রীষ্টের নিকটে আমি বড় বাধিত নহি, তাহার এমন রোধ হইতেছে । o ৩। গুষ্টকে অধিক প্রেম করিতে যদি আমরা বাঞ্ছা করি, তবে ( ১ ) আমাদের পাপাবস্থা সৰ্ব্বদা মনে রাথিতে श्शू. ( ) এৰ গুীষ্টের যে অতুল্য দয়াদ্বারা আমরা পুনঃপুনঃ পাপের মাৰ্জ্জন পাইয়া থাকি, তাহ। সৰ্ব্বদ। মনে রাথিতে হয় । শেষভাগ। খ্ৰীষ্টকে প্রেম করা আমাদের আবশ্যক কেন? ১ । সেই প্রেম বিশ্বাসের ও পরিত্রাণের প্রমাণ । ২ । সেই প্রেম ধৰ্ম্মাচরণের মূল । আমরা খ্ৰীষ্টকে প্রেম করি কি না, এব^ ঠাহাকে অধিক কি অল্প প্রেম করি, এই বিষয়ে আপনাদের পরীক্ষা কর। আমাদের অতি আবশ্যক । (○3) লুক ১১ ; , ৮ । তিনি কহিলেন, যাহারা পরমেশ্বরের কথা শুনিয়া পালন করে, বরঞ্চ তাহার ই ধন । প্রথম ভাগ। গ্রীষ্টের মাতার যে ধন্যবাদ, তাহার বিষয়ে তিনি যাহা কহিলেন তাহার কথা । ১ । তাই অষথার্থ ইহা তিনি কহিলেন না । ২ । কিন্তু তাহ বড় ফলযুক্ত নহে ইহা কহিলেন ।