পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ ১। তিনি জগৎস্থ তাবৎ মনুষ্যদের পাপের ভার আপনার উপরে লইলেন, অর্থাৎ পাপি সকলের জামীন হইলেন । * ২ । আর সেই সমস্ত পাপের দণ্ড ভোগ করিলেন, অর্থাৎ পাপি সকলের ঋণ পরিশোধ করিলেন । যে কেহ তাঙ্কাকে জামানরূপে গ্রাহ্য করে তাহার পাপক্ষম হয়। কিন্তু যে কেহ তাহাকে আপন জামানরূপে স্বীকার না করে, সে আপন পাপের দণ্ড আপনি ভোগ করিবে, এল৭ খ্ৰীষ্টকে তুচ্ছজ্ঞান করান্তে আরও দণ্ডনীয় হইবে । তৃতীয় ভাগ। স্বীশ্ব ঈশ্বরের মেষশাবক। ১। তিনি ঈশ্বরের গ্রাহ্য বলি। ২ । ঈশ্বর আপনি জগতের প্রতি দয়া করিয়া তাহাকে দিয়াছেন । th প্রবোধকথা । ১ । হে পাপি, তুমি সেই মেসশাবকের প্রতি দৃফপাত কর, অন্য কোন স্থানে পরিত্রাণ পাওझी यांझ मी । ২ । হে ভীত লোক, সেই মেষশাবককে দেথ, তিনি । তোমার তাবৎ পাপ বহন করিয়াছেন, যেহেতুক তুমিও জগৎস্থ লোকদের মধ্যে এক জন আছি । ৩ । হে বিশ্বাসি লোক, সেই মেষশাবকের ন্যায় তুমিও অহিংসুক ও মৃদুশীল হও । 3 |