পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৭ ( Oፃ ) মোহন ১৪ ; ২৭ ৷ আমি তোমাদের স্থানে শান্তি রাখিয়া যাইতেছি, আমার নিঙ্গের, শান্তি তোমাদিগকে প্রদান করিতেছি ; জগতের লোক যেমন দান করে, আমি তদ্রুপ দান করি না । মুসলমানাদি লোকদের মধ্যে বিদায় হওনের সময়ে যে সেলাম শব্দ চলিত আছে, তাহা শান্তি বুঝায়, কিন্তু তাহাদের সেলাম দেওয়া শব্দদ্ধাত্র। প্রভূ যীশু গৃষ্ট এই জগৎ হইতে বিদায় হওন সময়ে আপনশিসাদিগকে যে সেলাম দিয়াছেন, তাহ শব্দমাত্র নহে, বরণ তিনি তাহাদিগকে প্রকৃত শান্তি দেন । প্রথম ভাগ | সেই শান্তি কি ? ১ । ঈশ্বরের সহিত মিলিত হওন, অর্থাৎ তাহার অনুগ্রহের ও স্নেহের পাত্র হওন । ৯। মনের ত্রাসহইতে মুক্ত হওন, অর্থাৎ পাপজন্য ও ক্লেশজন্য যে ভয়, তাহাহইতে মনের মুক্ত 'হওন। - ৩। আন্তরিক সুখ, এব^ তাহার সহিত সংলগ্ন এই তিন গুণ । (১) মৃদুতা ও প্রেমভাব । (২) ঈশ্বরের সন্তোষ জন্মাওনের চেষ্টা। '-(৩) স্বগীয় সুখভোগের প্রত্যাশ । দ্বিতীয় ভাগ। সেই শান্তিকে খুঁষ্টের শান্তি বলা যায় কেন ? ১। যেহেতুক তিনি সেই শান্তি সমপূর্ণরূপে ডোগ করিয়াছিলেন ।