পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৯ ৪ । আলোকে যেমন চক্ষুদ্বার। গ্রহণ করিতে হয়, তদ্রুপ সেই শান্তিকে বিশ্বাসদ্বারা গ্রহণ করিতে . शग्रः । চতুর্থ ভাগ । সেই শান্তি যে সৰ্ব্বশ্রেষ্ঠ ধন. ই হার প্রমাণ কি ? ১ । অন্য কোন প্রকার ধন মনকে তৃপ্ত করে না, কিন্তু শাস্তিধন মনকে সমপূর্ণৰূপে তৃপ্ত করে । ২ । শান্তিধন সাহার না হয়, সে অন্য সকল প্রকার ধনভোগের সময়েও সুখী হয় না। ৩ । অন্য সকল প্রকার ধন চঞ্চল, কিন্তু শান্তিধন অনন্ত কালস্থায়ি । f 5)b-) মোক ন ১৮ ; ১১ : আমার পিতা আমাকে পান পরিচ্ছে যে পা দিলন, আমি কি iহাতে পান কলিব না ? প্রথম ভাগ। দৃষ্টান্থের তাৎপৰ্য্য। ১। কখন ২ পান পাত্রদ্বারা সুখ বুঝায়। গীত ২৩। ২। কথন ২ তাহাদ্বার। দুঃখ বুঝায়, বিশেষতঃ । (১) দণ্ড । কোন ২ দেশে কাহার ও প্রাণদণ্ড '-হইলে বিমে পরিপূর্ণ এক পাত্র তাহাকে দেওয়। যাইত। পানপাত্র যে দণ্ড বুঝায়, ইহার প্রমাণ ফিরিমিয়ের ২৫ অধ্যায়ে দেখিবা । (২) ঔষধ । ৩ । যে পাঁনপাত্র গৃষ্টিকে দেওয়া গেল তাহাদ্বারা