পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)、ケ ২ । যেহেতুক আমাদের নিজের শান্তি নাই, কেবল গ্রীষ্টের যে শান্তি তাহার ভাগী হইলে আমরা শান্তি পাইতে পারি । o ইহার কারণ এই যে আমরা পাপিষ্ঠ, কিন্তু খ্ৰীষ্ট ঈশ্বরের প্রিয় পুত্র ; অতএব যে পর্য্যস্থ আমরা গুীস্টের ভুাতারূপে গ্রাহ্য ন হই, তাবৎ পৰ্য্যন্ত শান্তিহীজ থাকিব । ও। যেহেতুক গুষ্ট সেই শান্তি দিলে দিতে পারেন . কিন্তু তাহা আমাদিগকে দেওয়া তাহার কিছু ত্যাবশ্যক নহে । তৃতীয় ভাগ। সেই শান্তি কি প্রকারে আমাদের প্রাপ্য ‘e ९ | ඵ হয় ? খ্ৰীষ্ট দয়াপ্রযুক্ত তাহ বিনামূল্যে দেন। তাহার মৃত্যু আমাদের সেই শান্তিভোগের মূল। যেমন ধনি লোকের জীবদ্দশাতে অন্য কেহ তাহার সনকে ভোগ করিতে পারে না, কিন্তু সে ধনি লোক মৃত্যুর সময়ে আপন খন যাহাকে দেয় সে তাহার অধিকারী হয় ; তদ্রুপ গ্রীষ্ট জীবৎ থাকিলে আমরা তাহার শান্তিরূপ ধন ভোগ করিতে পাইতাম না, কিন্তু তিনি মরণের সময়ে আমাদিগকে তাহ দিয়াছেন, এই জন্যে আমরা তাহার অধিকারী হইয়াছি । তিনি সেই শান্তিকে পবিত্র আত্মাদ্বারা অামাদিগকে দেন, অর্থাৎ পবিত্র আত্মা সেই শান্তিরূপ ধনের বিতরণকৰ্ত্ত ।