পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ ২। আমরা আপন ২ মনের অবস্থাকেও উপযুক্ত রূপে জানি না । ৩ । অতএব আমাদের কি ২ প্রয়োজন তাহ বলিতে পারি না । - ৪ । আর যাহা জানিতে পারি তাহাও বার ২ বিস্মত হই, কিম্বা তাহাতে মনোযোগ হয় না, কিম্বা বাক্যদ্বারা প্রকাশ করিতে সমর্থ হয় না । ৫ । আর বিশেষ ২ অবস্থাতে আমাদের অজ্ঞানত। বিশেষৰূপে প্রকাশ পায়, ইহার উদাহরণ । (১) অজ্ঞান ও অল্পবুদ্ধি লোক। (২) শোকান্বিত ও ভয়গ্ৰস্ত লোক । (৩) বুদ্ধ ও পীড়িত ও মৃতকল্প লোক । দ্বিতীয় ভাগ । পবিত্র আত্মার উপকার । ১ । তাহার উপায় অল্পষ্ট আৰ্ত্তস্বর । (১) তাহ নমুতার চিহ্ন, এবণ, (২) যত্বের চিহ্ন, কিন্তু, (৩) অল্পষ্ট, অর্থাৎ শিপ্তর ক্ৰন্দনের কিম্ব ৰো বার চীৎকারের ন্যায় । ২ । সেই আৰ্ত্তস্বর নিম্নল থাকে না, কারণ, - (১) তাহ ঈশ্বরের বোধগম্য। যেমন শিশুর অভিপ্রায় ক্রমদন দ্বারা ও বোবা বালকের অভিপ্রায় চীৎকার শব্দদ্বার। মাতার বোধগম্য হয় তদ্রুপ। (২) আর তাহা ঈশ্বরের গ্রাহ্য, কেননা পবিত্র আত্মা তাস্থার উৎপাদক ।