পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి-రి

  • 8 o') রোম ১২ ; ২ {

হে ভাতৃগণ, আমি ঈশ্বরের দয়া প্রযুক্ত তোমাদেৰ নিকটে এই বিনতি কবিতেছি, তোযব। আপন ২ শরীরকে সঞ্জীৱ ও পরিত্র ও ঈশ্ববেব গ্রাহ্য বলিরূপে ঈশ্বরের উদ্দেশে উৎসগ কর, এই তোমাদের উপযুক্ত সেবা । যে ২ ধৰ্ম্মকথা সত্যজ্ঞান করণ আমাদের উচিত, সেই সকল কথা পৌল প্রেরিত এই পত্রের প্রথম ভাগে লিথিয়। বারো অধ্যায়ের প্রথম পদ অবধি আমাদের কৰ্ত্তব্য কৰ্ম্মের কথা প্রকাশ করেন । সেই কথার মধ্যে ৫য প্রথম কথার বিলোচনা এArন হইতেছে, তাহা সকলের সার, অতএব তাহাতে বিশেষ ৰূপে মনোযোগ কর। অামাদের উচিত । প্রথম ভাগ। অামাদের কি করা কর্তব্য ? না, আপন ২ . শরীরকে বলিৰূপে ঈশ্বরের উদেশে উৎসর্গ কর । ১ । পাপের জন্যে প্রাযfশ্চন্ত করণার্থে তাহা করিতে ইষ্টবে এমন নহে। বলির মৃতু্য ন হইলে পাপের প্রায়শ্চিত্ত হয় না। প্রভূ যীশুর মতু্যদ্বারা সমপূর্ণ প্রায়শ্চিন্তু হইযাছে। অতএব আমাদের নিজ ২ শরীরকে উৎসগ করা প্ৰায়শ্চিত্তার্থক নহে, কিন্তু ঈশ্বর হইতে যে ২ অনুগ্রহ পাইয়াছি, তাহার নিমিত্তে কৃতজ্ঞতা প্রকাশার্থক বলিদান হয়। আমাদের দৈৰসিক আচরণদ্বারা ঈশ্বরের নিকটে কৃতজ্ঞতা স্বীকার করা আমাদের কত্তব্য, এই সার । ২ । আমাদের শরীরকে ৰfলরূপে উৎসর্গ করিতে r;