পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- לסיג ব্যক্তি পরীক্ষার মধ্যে স্থির থাকে, সে পরীক্ষিত ও বিশ্বাস্য হওয়াতে সম্মানের যোগ্য হয় । পরীক্ষিত স্বর্ণ বহুমূল্য। গোরুর কিম্বা নৌকার মুল্য পরীক্ষাদ্বার। নিশ্চয় করা যায়। ২ । পরের জন্যে । (১) ঈশ্বরের লোক আমাদের পরীক্ষা দেখিলে সাবধানতা শিথিতে ও সাহস পাইতে পারে । (২) মদি আমরা পরীক্ষাতে স্থির থাকি, তবে শয়তান ও ঈশ্বরের শত্ৰুগণ লজ্জিত হইবে। তৃতীয় ভাগ । পরীক্ষার সময়ে সান্তনাজনক কথা । ১ । যীশু ও তাবৎ ধাৰ্ম্মিক লোক পরীক্ষিত হ'ষ্ট য়াছেন । ২ । পরীক্ষা কোন অসম্ভব ঘটনা নহে, কারণ, (১) আমরা শরীর ও মন বিশিষ্ট হওয়াতে সেই শরীর ও মনদ্বারা আমাদের পরীক্ষা অনায়াসে জন্মিতে পারে । .' (২) আমরা শত্ৰগণের মধ্যে অর্থাৎ শয়তানের প্রজা সকলের মধ্যে বাস করিতেছি । ৩ । পরীক্ষা ঈশ্বরের ক্রোধের প্রমাণ নহে, বর৭ তাহার প্রেমের প্রমাণ । ৪ । দুই বিশেষ প্রতিজ্ঞা আছে। ( ১ ) কোন পরীক্ষা আমাদের শক্তির অতিরিক্ত হইবে না। ঈশ্বর আমাদের শক্তি জানেন, আর তাই অল্প হইলে তিনি তাহ বাড়াইৰেন। (২) প্রত্যেক পরীক্ষার সময়ে তিনি রক্ষার উপায়