পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}^రివె প্রস্তুত করিবেন, অর্থাৎ যাহাতে আমাদের কোন হানি না হয়, এমত উপায় করিবেন। { 8 १ ) ২ করি স্ত্রীয় ৫ : ২ • । আমরা খুঁষ্টের পরিবর্বে তোমাদিগকে এই বিনয় করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সমিলিত হও । পশ্চাল্লিখিত কথা বিশ্বালি লোকদের প্রতি লাগে ন, কিন্তু অবিশ্বাসি লোকদের প্রতি লাগে , তথাপি প্রত্যেক খ্ৰীষ্টীয় সভার মধ্যেও কতক ২ অবিশ্বাসি লোক থাকে, এই নিমিত্ত্বে ভরসা করি যে গ্রীষ্টীয় সভার মধ্যে এই ৰূপ উপদেশ দেওয়া নিস্কুল হইবে না। ১ । তোমরা ঈশ্বরের শত্রু। • প্রমাণ, ঈশ্বরের ও র্তাহার লোকদের প্রতি তোমাদের প্রেম নাই, এব^ ধৰ্ম্মপুস্তুকে ও প্রার্থনাতৈ তোমাদের রুচি নাই । তোমাদের মনের চিন্তা ও মুখের কথা ও দৈনসিক আচরণ ও ব্যবহার সকল ঈশ্বরের সন্ধুর উপযুক্ত নহে, বরণ ঈশ্বরের শত্রুর যোগ্য। ২। ঈশ্বরের শত্র হওয়া অতি ভয়ানক বিষয়। প্রমাণ। দুঃখ ও পীড়া ও মৃত্যুর সময়ে তোমাদের মন এমত সাক্ষ্য দেয়, যেহেতুক সেই সময়ে তোমাদের ভয় জন্মে । যুক্তিদ্বারা ইহার প্রমাণ হয়। তোমরা সন্ত্ৰশক্তি মান ঈশ্বরের হস্তে আছ, তিনি তোমাদের শতু