পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\8b ২. সন্তানের ন্যায় বিশ্বাসি লোকের প্রতি ঈশ্ব রের মমতা | ২ । সেই অনুগ্রহ সৰ্ব্বসাধক, ইহার প্রমাণ । (১) ঈশ্বর তাহ বিনা আর কোন উপকার স্বীকার করেন না । (২) ঈহকালে ও পরকালে আমাদের যাহা প্রয়োজনীয় তাহা সকলই সেই অনুগ্রহ হইলে পাওয়া যায় । (৩) ঈশ্বর যে ২ কৰ্ম্মের ভার আমাদিগেতে সমপণ করেন, সেই সকল কৰ্ম্ম ঐ অনুগ্রহ হইলে আমাদের সাধ্য হয় । দ্বিতীয় ভাগ । নানাবিধ শিক্ষা । ১ । সেই অনুগ্রহ যাহাতে পাওয়া যায়, ও প্রাপ্ত হইলে যাহাতে সপ্রমাণ হয়, এমত চেষ্টা কর। সকলের অতি আবশ্যক। ২ । এই বচনদ্বারা ঈশ্বর আমাদিগকে নমুহু শিথান, যেহেতুক, (১) ঈশ্বরের অনুগ্রহ নহিলে নয়, ইহার প্রমাণ বার ২ পাইল । (২) ঈশ্বরের অনুগ্রহ বিনা অন্য কোন উপায় না থাকিবে, এমন সময় আসিতে পারে। - (৩) ঈশ্বর মধ্যে ২ পৌলের ন্যায় আমাদের ও বিশেষ মনোবাঞ্চ পূর্ণ করিতে অসম্মত হন। ৩ । এই বচন সান্তুনাজনক, কারণ, (১) ঈশ্বরের এই প্রতিজ্ঞা অটল ।