পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8S (২) ঈশ্বরের অনুগ্রহদ্বারা আমাদের ধর্মের ও শক্তির জুটি সকল অনায়াসে পূর্ণ হয়। (৩) ঈশ্বরের অনুগ্রহদ্বারা আমাদের দুঃখ ও সহ্য হইয় উঠে । (8レ) ইফিষীয় ২ ; ১৯ । তোমরা প্রত্যাশারহিত ও ঈশ্বরবিহীন হইয়া এই সংসারে কালক্ষেপ করিতা । o প্রথম ভাগ । অবিশ্বাসি লোক প্রত্যাশাহীন । ১ । বিশ্বাসি লোকের প্রত্যাশা আছে, তাহাতে বি শেষতঃ দুঃথের সময়ে তাহার মন সুস্থির হয় । ২ । অবিশ্বাসি লোকের প্রত্যাশ) নাই । (১) পরকাল আছে কি না, এ বিষয়ে তাহাদের মধ্যে অনেকে সন্দেহ করে । (২) পরকাল আছে ইহা সাহারাগ্রাহ্য করে,তাস্থার তদ্বিষয়ে নিরাশ হয় ; কিম্বা যদ্যপি কথন ২ তাহাদের প্রত্যাশা জন্মে, তথাপি তাহ চঞ্চল ও মিথ্যা, এব^ দুঃখের ও মৃতু্যর সময়ে থাকে না। (৩) তাহাদের আচরণ প্রত্যাশাহীনতার প্রমাণ। কেহ ২ দুঃসাহসে দুষ্টতাচরণ করে, এৰ৯ পরকাল ও বিচার বিষয়ে কিছুই ভয় করে না। আর কেং ২ পরকালে মুখ পাইবার কিছুমাত্র চেষ্টা করে না, কেবল ঐহিক সুখের চেষ্টা করে । দ্বিতীয় ভাগ । অবিশ্বাসি লোক ঈশ্বরহীন । ” ১। বিশ্বালি লোক ঈশ্বরকে সৰ্ব্বদা নিকটবৰ্ত্তী জীনে