পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XR ও দুঃথের সময়ে সাম্বন গণনীয় জানিব। ৩। যে আলাপ অনিষিদ্ধ তাহ দুই মূলহইতে উৎপন্ন হয়, অর্থাৎ । ( ১ ) শ্রোতার প্রতি সম্ভাব হইতে । আর, (২) গ্রীষ্টের প্রতি বিশ্বস্তুতাহইতে । (g 9 ) ফিলিপীয় ৪ ; ১৩ । আমার শক্তিদাতা যে খুঁটি র্তাহার সহায়তাতে আমি সকলি করিতে পারি। প্রথম ভাগ। তাবৎ কৰ্ম্ম পৌলের সাধ্য ছিল, ইহার অর্থ কি ? ১ । পৌলের অকৰ্ত্তব্য তাবৎ প্রকার কৰ্ম্ম তাহার সাধ্য ছিল, এমত নহে। ইহার উদাহরণ । জগৎকে লোপ করা পৌলের সাধ্য ছিল না, কারণ সে র্তাহার কৰ্ম্ম নয়। * * ২ । যে ২ কৰ্ম্ম করা পৌলের উচিত কিম্বা প্রয়োজন ছিল, সেই সকল কমু তাহার সাধ্য হইল। সেই কৰ্ম্ম এই ২। (১) ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখ সহ্য করা। (২) ঈশ্বরের আজ্ঞাতে ক্ষতি স্বীকার করা। ’ (৩) পাপকে দমন করা ও পরীক্ষার সময়ে জয়ী হওয়া । (৪ তিনি যে পদে নিযুক্ত ছিলেন, সেই পদের উপযুক্ত শ্রম ও কৰ্ম্ম করা।