পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©Ꮌ (১) অগুচি মন । (২) প্রবঞ্চকত ৷ ৩) পরের ক্ষতি কিম্বা অপমান করিবার চেষ্টা । (৪) ঈশ্বরের প্রতি অসন্তোষ ও শতুত । ২। নিরর্থক আলাপ নিষিদ্ধ। তাহার মুলও নান প্রকার, বিশেষতঃ । ( ১ ) বাচালত । (২) অবিবেচনা । (৩) অনধিকার চচ্চা । (৪) আলস্য ও নিয়ুমুত । (৫ ) দপ । ৩। সেই প্রকার আলাপ নিষিদ্ধ, ইহার কারণ এই ২। (১) তাহ পাপিষ্ঠ মনের লক্ষণ । (২) তাহার দণ্ড অতি ভয়ানক হইবে, মথি ১২ ; ৩৬, ৩৭ ৷ - দ্বিতীয ভাগ । অনিষিদ্ধ আলাপের নির্ণয় | ১। যে আলাপহষ্টতে শ্রোতার সুফল জন্মিতে পারে তাহ নিসিদ্ধ নইে । আলাপহক্টতে নানা প্রকার সুফল জন্মিতে পারে। বিশেষ সময়ে বিশেষ ফল হইতে পারে। আর বিশেষ শ্রোতা বিশেষ প্রকার ফল পাইতে পারে । ২ । বিশেষতঃ যে আলাপহষ্টতে শ্রোতার পারমার্থিক ফল হইতে পারে, এমত আলাপ অনিষিদ্ধ। সেই পারমার্থিক ফলের মধ্যে ধৰ্ম্মজ্ঞামের ও ধৰ্ম্ম বিষয়ক উদ্যোগের বৃদ্ধি ও পাপহইতে নিবারণ