পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8 (d 2) ১ থিষলনীকীয় ৪, ১৩ । হে ভাতৃগণ, অন্য সকল লোক প্রত্যাশাঙ্গীন হওয়াতে যেমন শোকাকুল হয়, তোমরা যেন তদ্রুপ শোকাকুল না হও, এই নিমিত্তে মহানিদ্রিত লোকদের বিষযে তোমরা যে অজ্ঞাত থাক, ইহা অামার ইচ্ছা নয়। g প্রথম ভাগ। পৌলের অভিপ্রায়। অন্য লোকদের ন্যায় বিশ্বাসি লোকেরা যেন শোকাত্ত না হয়। .১ । অন্য লোকদের অর্থাৎ হিন্দু প্রভৃতি লোক দের শোক । (১) তাহার বিশেষ বৃত্তান্ত সকলে জানে। (২) তাহার কারণ প্রত্যাশাহীনতা । প্র^, তাহার। গ্রীষ্টের কথা জানে না। দ্বি^, কিম্বা জানিয়া ও তাহার নিকটে আশ্রয় লয় না । ২। ঐ লোকদের ন্যায় শোকাত্ত হওয়া বিশ্বাসিগণের অনুচিত । - - (১) তাহার শোক করিতে পারে. (২) কিন্তু অনুপযুক্ত শোক করা তাহাদের অনুচিত। সেই অনুপযুক্ত শোকের চিহ্ন। প্র^, তাহা আত্যন্তিক । দ্বি^, এব^ পরের ক্লেশজনক। তৃণ, এব^ নিস্কুল, অর্থাৎ তাহাম্বারা শোকান্ত লোকের পারমার্থিক ভাৰ জন্মে না । দ্বিতীয় ভাগ । ঐ অভিপ্রায় সিদ্ধ করণের উপায়। অজ্ঞা নতা ও অবিবেচনা নিবারণ সেই উপায় ।