পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©☾ ১ । অনেকে পারত্রিক বিষয়ে অতি অজ্ঞান । ২ । আর অনেকে যাহা জানে তাহার বিবেচনা , উপযুক্ত সময়ে ও উপযুক্ত মতে করে না। .৩। অতএব মহানিদুাগত বিশ্বাসি লোকদের বিষয়ে যে প্রত্যাশাজনক কথা ধৰ্ম্মপুস্তকে লিথিত আছে তাহার মী৭মাস পুনঃং করা অতি আবশ্যক। সেই কথার সার এই । (১) মহানিদুংগত বিশ্বাসি লোকের মন গ্রীষ্টের নিকটে স্থান প্রাপ্ত হওয়াতে অতি উত্তম অবস্থাতে আছে । (২) শেষদিনে তাহার শরীর পুনরায় উত্থাপিত হইলে তদবধি তাহার সুখ আরও সমপূর্ণ হইবে। (৩) এই সকলের মূল প্রভূ যীশু খ্ৰীষ্ট। তিনি পাপের জন্যে প্রায়শ্চিত্ত করিয়াছেন, এব^ স্থান প্রস্তুত করিতে অগ্ৰে গিয়াছেন, এব^ শরীরৈর পুনরুত্থানের প্রমাণ দিয়াছেন। ( d १ ) ১ থিষলনীকীয় ৫ ; ১৫ । সানধান, কেহ তোমাদের কি৭সা করিলে তোমরা তাহার প্রতিইিAস করি ও না এ বিষয়ে সাবধান হওয়া অতি আবশ্যক , ইহার প্রমাণ । ১ । মানুষ স্বভাবতঃ প্রতিহিঃNস করিতে ভাল বাসে। ২। অন্য লোকেরাও, প্রতিহি৭সা করিতে পরামশ দেয়। বিশেষতঃ যে ব্যক্তি হি^\লা পাইয়া প্রতি