পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©Ꮔ (২) ইহার পূৰ্ব্বে ঈশ্বর তোমাদের প্রতি অনেক অনুগ্রহ প্রকাশ করিয়াছেন । (৩) এই বৰ্ত্তমান সময়েও তোমরা অনেক প্রকার মঙ্গল ভোগ করিতেছ । ২ । তাহার উপায় । (১) দৃষ্টিগোচর যে বিষয় তাহার প্রতি মন আসক্ত করিও না, কিন্তু যে বিষয় দৃষ্টির অগোচর তাহার প্রতি মন আসক্ত কর। e (২) দুঃখের সময়েও তোমাদের যে ২ মঙ্গল থাকে তাহা ৰিবেচনা কর । (৩) তোমাদের অবস্থা ও তোমাদের পাপ, এই দুইয়ের মধ্যে তুলনা দেও । দ্বিতীয় ভাগ। নিরন্তর প্রার্থনা কর । ১ । ইহার নিমিত্তে সে অন্য সকল কম ভ্যাগ করি তে হয়, তাহা নহে । - ২ "কিন্তু প্রতি দিন নিয়মিত সময়ে স্থির মনে ঈশ্ব রের নিকটে প্রার্থনা কর । ৩ । তাহার উপকারে সর্বদা আমাদের প্রয়োজন আছে, ইহা নিত্য মনে কর । ৪। বিশেষত ঈশ্বরের নিকটে সৰ্ব্বদা থাকিতে চেষটা কর । (১) তিনি নিকটবৰ্ত্তী ও সত্ৰ জ্ঞ ইহা সৰ্ব্বদা স্মরণ কর । (২) আর কৰ্ম্মকরণের সময়েও ঈশ্বরকে মনে কর, এৰণ মনের মধ্যে অল্প কথাদ্ধারা প্রার্থনা কুর।