পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©Ꭽ যাহার একত্র কৰ্ম্ম করে, তাহারা যদি কৰ্ম্ম করণের সময়ে পরল্পর কথোপকথন করিতে পারে, তবে ধাৰ্ম্মিক লোক কৰ্ম্ম করণের সময়ে ঈশ্বরের সহিত কথোপকথন করিতে কেন পরিবে না? তৃতীয় ভাগ । সকল বিষয়ে ধন্যবাদ কর । ১। সেই ধন্যবাদ আনন্দযুক্ত প্রার্থনা কিম্ব প্রার্থনা যুক্ত আনন্দ। ২ । কেবল পারমার্থিক মঙ্গলের নিমিত্তে ধন্যবাদ কর, তাহ নয়, কিন্তু ঐহিক মঙ্গলের নিমিত্তেও ধন্যবাদ কর । ৩। দুঃখের সময়েও ধন্যবাদ কর, কারণ সেই সমঘে ও তোমাদের কোন ২ মঙ্গল থাকে,বি শেষতঃ শাস্ত্রীয় সান্থন ও প্রতিজ্ঞার নিমিত্তে ঈশ্বরের ধন্যবাদ করা তোমাদের কত্তব্য । চতুর্থ ভাগ। ইহা ঈশ্বরের অভিমত । ১ । যে ব্যক্তি কেবল ভিক্ষা করে, কখন প্রাপ্ত উপকার স্বীকার করে না, তাহাকে আমরা ও ঘূণাহ জ্ঞান করি । ২ । ঈশ্বরের নিকটে উপকার পাইয়া কৃতজ্ঞতা স্বী কার না করিলে তাহার অপমান হয়। । ৩। কৃতজ্ঞ ন হইলে আমাদের প্রার্থনা নিস্কুল থাকিবে । ৪। কতজ্ঞ হইলে আমরা প্রাপ্ত উপকার বহুমূল্য •জ্ঞান করি, ইহার প্রমাণ দিব, তাহাতে তিনি আমাদের আরও উপকার করিবেন।