পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ দ্বারা ঈশ্বরের প্রতি আপনাদের শত্ৰুতা-মৃষ্টৰূপে প্রকাশ করে । - ত৭, ধামিকেরা যদি দুঃখ পায়, তবে অধাৰ্ম্মিকেরা কি দণ্ড পাইবে না ? ( ) বিশ্বাসিদের স্বৰ্গপ্রাপ্তিদ্বার) । প্র^, দুঃখের সময়ে স্থির থাকিলে তাহাদের সরলতা প্রকাশ পায় । দ্বি°N, দুঃখের সময়ে ধাৰ্ম্মিক থাকিলে তাহার। স্বগের উপযুক্ত লোক বটে, ইহা সপ্রমাণ হয় । ৩ । ঈশ্বরের প্রেম প্রকাশ পাইলে । ( ১ ) পাপি লোকের মরণে ও সৰ্ব্বনাশে তাহার কোন সন্তোস নাই, উহ। তাহার দীর্ঘসহিষ্ণুতাদ্বার প্রকাশ পাইবে । (২) ধাৰ্ম্মিকেরা তাহার নিমিত্তে দুঃখ সহ্য করয়। যে ক্লেশ পায়, তাহার পরিবর্তে তিনি তাহাদিগকে বিলক্ষণ পুরস্কার দিবেন। " & (○ や) ১ fথষলনীৰ্কীৰ ১ ; ৬-১০ : নিচারদিনের লিনয়ে । প্রথম ভাগ । বিচারকর্ডার বর্ণন । ১ । প্রভূ যীশু খ্ৰীষ্ট সেই বিচারকর্ড। তিনি মনুষ্যপুত্ৰৰূপে অর্থাৎ নরদেহবিশিষ্ট হইয়া বিচার করিবেন। , ২। তিনি অতিশয় মহিমাযুক্ত হইয়া আসিবেন ।