পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) e》 (6 &) o ২ থিষলনীকীয় ১ ; ৫ । পরন্তু তাহা ঈশ্বরের যথার্থ বিচারের একটি প্রত্যক্ষ লক্ষণ, তেछट्टक, डागड़ा ঈশ্বরের যে রাজ্যের নিমিত্তে এই দুঃখ ভোগ কর তছ, তাকার যোগ্যপাত্র এই রূপে হইবা । প্রথম ভাগ। ধাৰ্ম্মিকদের প্রতি দুঃখ ঘটে। ১ । যেরূপ দুঃখ অবিশ্বালিদের প্রতি ঘটে, সেই রূপ দুঃখ বিশ্বাসিদের প্রতিও ঘটিতে পারে, কিন্তু বিশ্বাসিদের মন দুঃখের সময়েও শান্তিতে পরিপূর্ণ হইতে পারে s ২ । বিশ্বাসির কথন ২ বিশেস প্রকার দুঃখ পায় ! ( ১ ) তাহার। কোন ২ পাপের নিমিত্তে ইহকালে শাস্তি পায় । ( ) তাহাদের মধ্যে মেন ধৰ্ম্মের গুণ প্রকাশ .পায়, এই অভিপ্রায়ে কথন । দুঃখ পায়। প্র৯ সাধারণ দুঃখ । ইহার উদাহরণ আয়ুব । দ্বি৯, ধমের নিমিত্তে তাড়ন । দ্বিতীয় ভাগ। ধাfমুকিদের দুঃথদ্বারা ঈশ্বরের ন্যায় ও প্রেম স্বভাল প্রকাশ পায় । * ১। প্রথমে এমত বোধ হয় যে সেই দুঃখ ঈশ্বরের ন্যায ও প্রেমস্বভাবের বিরুদ্ধ হয়। ২ । কিন্তু পরে তাহার ন্যায়স্বভাব প্রকাশ পাইৰে ।” ( ১ ) অবিশ্বালিদের দণ্ডদ্বারা । প্র৯, তাহার। দুঃখ পায় না, তথাপি ঈশ্বরের সহিষ্ণুতা ও দয়া অবহেলা করে। • . দ্বি৯, তাহারা ঈশ্বরের লোকদিগকে তাড়ন করণ: