পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ x ; পরিত্রাণের অন্য কোন উপায় নাই । ৩ । পরিত্রাণের এই পথ সৰ্ব্বোত্তম, যেহেতুক বিশ্বাস করিলেই বিনামূল্যে পরিত্রাণ পাওয়া যায়। ৪ । এই পথে যাওয়াতে অনেকে পরিত্রাণ প্রাপ্ত হষ্টয়াছে । ইহার উদাহরণ । ৫ । পরিত্রাণের এই উপায় অগ্রাহ্য করা অতিশয় আশঙ্কার কৰ্ম্ম । চতুর্থ ভাগ । নানাবিধ শিক্ষা । ১ । যাহারা পরিত্রাণ গ্রাহ্য করে না, এমন কোন ২ লোক আছে। ইহার উদাহরণ, যাহার। আপনাদিগকে পাপী জানে না, তাহারা পরিত্রাণ গ্রাহ্য করে না । ২ । আমার পাপ এমত বড় যে পরিত্রাণ পাওয়} আমার অসাধ্য, ইহা যদি কেহ বলে, তবে সে পৌলের পরিত্রাণ প্রাপ্তির বিবেচনা করুক, তাহাতে আশ্বাস পাইবে । ৩। খ্ৰীষ্ট পাপকে ঘৃণা করেন। আমি তাহাদ্বারা পরিত্রাণ পাইয়া পূৰ্ব্ববহ পাপ করিব, ইহা যেন কেহ ন বলে। পরিত্রাণ পাইলে গ্রীষ্টের আজ্ঞা পালন করিতে হইবে, আর তাহা করিবার নিমিত্তে যে শক্তিতে প্রয়োজন আছে তাহ। তিনি দিবেন।