পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৭ (6 ケ) ১ ভীমথিয় ৪ ; ৮ । ধর্মসেবা ইহকালে ও পরকালেও প্রতিজ্ঞাযুক্ত হইয়া সকল বি ষয়ে ফলদায়ক হয় । . আভাষ । ধৰ্ম্মসেবা যে পরকালে ফলদায়ক হয় ইহা সকলে স্বীকার করে, কিন্তু তাহা যে ইহকালেও ফলদায়ক হয়, এ বিষয়ে অনেকে সন্দেহ করে, অতএব তাহার প্রমাণ দেওয়া ভাল । প্রথম ভাগ ! ধৰ্ম্মসেবার সপক্ষেপ বিবরণ | ১ । গ্রীষ্টেতে যে বিশ্বাস তাহাই ধৰ্ম্মসেবার মুল। ২ । গৃৗষ্টের প্রতি যে প্রেম তাহাই ধৰ্ম্মসেবার সার। ৩। ষ্টের আজ্ঞাপালন ও ধৰ্ম্মাচরণকপ পথে র্তা হার অনুগমনদ্বারা ঈশ্বরের সেবা করা হয় । ৪ । প্রকাশরুপে এল- গুপ্তরূপে প্রার্থনা করণদ্বারা ঈশ্বরের সেবা করা হয় । দ্বিতীয় ভাগ ৷ ধৰ্ম্মসেবা ইহকালে ফলদায়ক হয় ইহার "শ্রমাণ। {১) সামান্য প্রমাণ । ১ । দুঃখের সময়ে ধৰ্ম্মসেবার ফল । (১) ধাৰ্ম্মিক লোকেরাও ইহকালে দুঃখ পায় তাহা সত্য । (২) দুঃখের সময়ে তাহারা অসন্তুষ্ট হয় না। . (৩) দুঃখের সময়ে তাহারা অনেক বার আপনা দিগকে নিৰ্দোষ জানাতে সাম্ভন পায় । (৪) আর এই দুঃখও আমার মঙ্গলার্ক্সে অর্থাৎ পাপহইতে আমাকে পরিস্কার করুণার্থে, কিম্বা