পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ ( ১ ) সেই সকলের রক্ষার্থে, বিশেষতঃ শয়তানের হস্তুহইতে তাহার রক্ষার্থে, এব^ মৃত্যুর সময়ে ও বিচারদিনে তাহার রক্ষা করণার্থে উপযুক্ত জ্ঞান ও শক্তি পৌলের ছিল না, ইহা তিনি জ্ঞাত ছিলেন । -- (২) কিন্তু সেই সকলের রক্ষার্থে উপযুক্ত জ্ঞান ও শক্তি গ্রীষ্টের আছে, ইহা পৌল জ্ঞাত ছিলেন, কারণ খ্ৰীষ্ট শয়তানকে ও মৃত্যুকে জয় করিয়াছেন ; বিশেষতঃ বিচারদিনে তিনি বিচারকৰ্ত্ত হইয়। আপন লোকদিগকে গৌর বাম্বিত করিতে পারিবেন। গ্রীষ্টের প্রেম ও বিশ্বস্তুত বিষেয় পৌলের সন্দেহমাত্র ছিল না। (S >) ২ তীমথিয় ২ ; ৮ । - আমার সুসমাচারের বচনানুসারে দামৃদের বংশজাত যীশ্ব খ্রীষ্ট কবর হইতে উথাপিত হউয়াছেন, তাত স্মরণ কর"। প্রথম ভাগ। গ্রীষ্টের পুনরুত্থান সত্য, ইহার প্রমাণ । ১। তাহার অনেক প্রমাণ আছে। চারি সুসমাচারের চারি শেষাধ্যায়, এব^ করি স্থীয়দের প্রতি প্রথম পত্রের ১৫ অধ্যায় দেথিৰ । ২ । সেই সকল প্রমাণ অতি দৃঢ় ; কারণ, ( ১) গুীষ্টের শিষ্যেরা তাহার পুনরুত্থানের অপেক্ষ করে নাই । ( ) তাহাদের মধ্যে কেহ ২, বিশেষতঃ থোমা তাহ৷ সত্য জ্ঞান করিতে অনিচ্ছুক ছিল ।