পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ፃ » ১। শ্রীষ্টের এই জগতে বাস করণ সময়ে তাহার, সহিত পৌলের আলাপ ছিল এমন বোধ হয় না। ২. কিন্তু পৌল অন্য ২ লোকদের প্রমুথাৎ গ্রীষ্টের স্বভাবের ও ক্রিয়ার, বিশেষতঃ তাহার মৃত্যুর ও পুনরুত্থানের বৃত্তান্ত শুনিয়াছিলেন। এব^ আপনি তাহাকে জ্ঞাত ছিলেন। খ্ৰীষ্ট তাহাকে দর্শন দিয়া শিক্ষা দিয়াছিলেন, কিন্তু এই স্থানে ইহার কথা হইতেছে না। পৌল অনেক বৎসরাবধি গ্রীষ্টের সেবা করিয়া তাহার মনোযোগ ও বিশ্বস্তুত ও প্রেম ও শক্তি এই সকলের অনেক প্রমাণ পাইয়াছিলেন, বিশেষতঃ তাহার নিকটে প্রার্থনা করিয়৷ সেই প্রাথনার ফল পাইয়াছিলেন । ৪। তাহাতে খ্ৰীষ্ট যে প্রেমস্বরূপ ও সৰ্ব্বশক্তিমান, ইহাতে পৌল দৃঢ়ৰূপে বিশ্বাস করিলেন। দ্বিতীয় ভােগ। গ্রীষ্টেতে পৌলের বিশ্বাস ছিল । সেই বিশ্বাসের প্রমাণ, ১ । পৌল পাপক্ষমার ও পুণ্যের ও পরিত্রাণের বিষয়ে গ্রীষ্টের উপরে নির্ভর দিতেন । ২ । পৌল আপনার প্রিয়তম বস্তু গ্রীষ্টের নিকটে গচ্ছিত করিয়া আপনি তদ্বিষয়ে আর কোন, ভাবন করিতেন না। সেই প্রিয়তম বস্তু পৌলের আত্মা ও প্রাণ ও সুখ্যাতি ও সত্য মঙ্গল । ৩। শ্রীষ্টের নিকটে সেই প্রিয়তম বস্তু গচ্ছিত কর ণের কারণ এই ২ । © උ)