পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ (১) ইহার উদাহরণ, গুীষ্টের ঈশ্বরত্ব ও তাহার মৃতু্যদ্বারা পাপের প্রায়শ্চিত্ত হওন, ও পবিত্র আত্মা, এই কএক বিষয়ে সুসমাচার যে শিক্ষা দেয় তাহা সকলে গ্রাহ্য করে না। (২) আর কেহ সেই শিক্ষা সত্য জ্ঞান করে বটে, তথাপি উপযুক্ত রূপে তাহ মানে না, ইহা আপনার আচার ব্যবহারদ্বারা প্রকাশ করে | ৩ । পরীক্ষার ও তাড়নার ও ক্লেশের সময়ে ঈশ্বরের বিশ্বস্তুত অস্বীকার করা কিম্বা তদ্বিষয়ে সন্দেহ করা অবিশ্বাস । দ্বিতীয় ভাগ । অবিশ্বাসের ভয়ান কত । ১। অবিশ্বাসি মন দুষ্ট । (১) অবিশ্বাসের মূল অহঙ্কার, ফলতঃ ঈশ্বরের বাক্য অপেক্ষ আমার বাক্য সত্য, এব^ ঈশ্বর অপেক্ষ আমার অধিক জ্ঞান আছে, ইহা অবিখাসি লোক মনে ২ বলে। - (২) যে ব্যক্তি অবিশ্বাসী সে প্রায় সৰ্ব্বদা কোন বিশেষ পাপে আসক্ত হওয়াতে তাহা ত্যাগ করিতে চাহে না । অবিশ্বাস ঈশ্বরহইতে পরামুথ করে । ( ১ ) কারণ তাহাদ্বার: ঈশ্বরের প্রতি প্রেম কর ণের বাধা জন্মে । (২) তাহাদ্বার। মন চঞ্চল ও ভীরু ও দুৰ্ব্বল ও কাতর হয় ।