পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X4% (৩) তাহাদ্বার প্রার্থনার বাধ জন্মে । (৪) তাহাদ্বারা মনুষ্য ঈশ্বরের অধীনতা ত্যাগ করে, আর সেই অধীনতা ত্যাগ করিলে ধৰ্ম্মচেষ্টা শেষে নিতান্ত নষ্ট হইবে । ৩। অবিশ্বাসদ্বারা ঈশ্বরের অবজ্ঞা হয়, এই কারণ তিনি তাহাতে অতি অসন্তুষ্ট হন। তিনি যেমন অবিশ্বাসি ইস্রায়েলীয় লোকদিগকে দণ্ড দিয়াছিলেন, তদ্রুপ এক্ষণ ও অবিশ্বালি লোকদের দণ্ড দেন । তিনি অমর ঈশ্বর । প্রবোধ কথা | অতএব তোমার নিজ মনে কিম্বা কোন ভুতার মনে যাহাতে অবিশ্বাস না জন্মে, এ বিষয়ে অতি সাবধান হও । (७8) ইন্দ্রীয় ৩ ; ১৩ । পাপের কঙ্কনাতে যেন তোমাদের কেহ কঠিনীভূত না হয়, এষ্ট নিমিত্তে ঐ আদ্যকার দিন থাকিতে ঐ পরসপর দিনে ২ উপদেশ কর। প্রথম ভাগ। পাপদ্বারা মন কঠিনীভূত হয়। ১ । ইহার প্রমাণ। (১) মনকে কঠিন করা পাপের স্বভাব। বৃদ্ধি পাইলে বৃক্ষ শক্ত হয়। এক পাপ করিলে অন্য ২ পাপকেও করিতে হইবে। (২) পাপ করিলে পবিত্র আত্মা অসন্তুষ্ট হইয়া মনুষ্যের উপকার করিতে অসম্মত হন । ”