পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|-ని (১) ধৰ্ম্মোপদেশ ও প্রভূর ভোজন ইত্যাদি। (২) পবিত্র হওনার্থে ও পরের পার মার্থিক উপকায় করণীথে পবিত্র আত্মার সাহায্য । (৩) ঐহিক বিষয়ে ঈশ্বরদ্বারা রক্ষা ও মঙ্গলদান। ং সেই ভূমি ফলযুক্ত। (১) তাহাতে নানা প্রকার সম্ভাব ও সৎকৰ্ম্ম উৎপন্ন হয় । (২) এব• ঈশ্বর তাহাতে সন্তুষ্ট হন, তিনি ফলা ধিকারী । ৩। সেই ভূমি আশীৰ্ব্বাদযুক্ত। (১) ঈশ্বর ইহকালে এমত লোকের প্রতি অনু গ্রহ করেন। (২) এব^ পরকালে তাহাকে সমপূর্ণ সুখ দিবেন। দ্বিতীয় ভাগ। কুৎসিত ভূমি। ১' তাহাও বার ২ ঐ স্বগীয় জলে সিক্ত হয়। ২ । কিন্তু তাহাতে কি উৎপন্ন হয় ? (১) সুখকম উৎপন্ন হয় না । (২) কিন্তু অহঙ্কার প্রভৃতি নানা প্রকার মন্দ ভাৰ ও কদাচার ও ঘূণাহ পাপ উৎপন্ন হয়। (৩) অধিক বৃষ্টি পড়িলে অধিক কুফল উৎ পন্ন হয় । ৩ । এমন লোকের দশার নির্ণয় | (১) সে ঈশ্বরের ও মণ্ডলীর নিকটে অগ্রাহ্য। (২) সে শাপগ্রস্ত । - ৩) সে নরকানলে দগ্ধ হইবার যোগ্য ।