পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xb-8 ১ পিতর ২ : ১৪ । {۹ ن} আর আমরা যেন পাপের পক্ষে মৃত হইয়া ধর্মপক্ষে সঞ্জীৰ হই, এই জন্যে তিনি ক্রুশের উপরে আপন শরীরে আমাদের পাপের ভার বহন করিলেন । প্রথম ভাগ। ক্রুশে বন্ধ শ্রীষ্টের কৰ্ম্ম। তিনি আমাদের পাপের ভার বহন করিলেন । - ১ । আমাদের পাপ আতি ভারি বোকাস্বরূপ । (১) কারণ তাহ অসAথ্যক । (২) এব^ তাহার দণ্ড আতি ভয়ানক । ২। খ্ৰীষ্ট সেই ভার বহন করিয়াছিলেন । (১) আপনি, তিনি কোন ৰলির উপরে সেই ভার অপণ করিলেন না । (২) নরদেহে প্র^, আমাদের জামান হইবার নিমিত্তে তিনি মনুষ্য হইয়। সেই ভার লইলেন। দ্বি", মনষ্যের ন্যায় তাহার ক্লেশ বোধ হইল। তৃ৭, তিনি পাপিদের প্রতিনিধি হইয়। আপনি পাপম্বরূপ ও ঘৃণাহ পাপাল্পদ হইলেন, এই ব্যরণ তৎকালে র্তাহার স্বৰ্গস্থ পিতা তাহাকে ত্যাগ করিয়া তাহার প্রতি ক্রোধ প্রকাশ করিলেন । (०) ক্রুশের উপরে অর্থাৎ দণ্ডকাষ্ঠের কিম্বা ফা লিকাষ্ঠের উপরে। প্র^, তাহা না করিলে পাপের দণ্ডভোগ হইত না এব^ প্রায়শ্চিত্ত হইত না ।