পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ তাহার বৃদ্ধি। তদ্রুপ কুফলও তিন প্রকার, প্রথম ঐহিক ক্ষতি ও ক্লেশ ; দ্বিতীয় মনের কাতরতা ও ভয় ; তৃতীয় পাপচেষ্টার বৃদ্ধি ও ধৰ্ম্মচেষ্টার ছাল । - এবপ সময়ের প্রতি মনোযোগ করিলে ফলাফল দুই প্রকার হয়, অর্থাৎ ঐহিক এব^ পারত্রিক | ৬। ধ্যান করণ সময়ে প্রচারকের শেষকৰ্ম্ম এই, যেন আপন শ্রোতাদের অবস্থা মনে করিয়া উপদেশের সারকথা বিষয়ক তাহাদের অজ্ঞানত কিম্বা ভুান্তি কিম্বা সন্দেহ কিম্বা দোষ ইত্যাদি যে কোন জুটি দেখে, তাহ পূণ করণের উপায় অনুসন্ধান করে । এই বিষয়ে ধ্যান করিতে গেলে শ্রোতাদের আচার ব্যবহার ও কথোপকথন প্রভৃতি স্মরণ করিয়া বিবেচনা করা অতি ফলদায়ক হইবে। এবণ অমুক ব্যক্তির ভুান্তি দূর করণের নিমিত্তে কিৰূপ কথা কহিব ? ও কিরূপ প্রমাণ দিব ? এব^ অমুক ব্যক্তি যেন আপন মন্দ পথ ত্যাগ করে, এই নিমিত্তে তাহাকে কি ৰূপে ভয় দেখাইব ? এব^ কিরূপে ব৷ সুপরামর্শ দিব ? এব৯ অমুক ব্যক্তির ভয় ও কাতরতা দূর করণের জন্যে কি রূপ সান্তুনার কথা কহিব ? এই ২ বিষয়ে প্রচারক বিবেচনা করিবে। ধ্যান করণের সময়ে কলম হস্তে করিয়া যাহা মনে পড়ে তাহণ সম্পক্ষেপে লেখা ভাল হইতে পারে, তথাপি তাহ আবশ্যক নহে, কিন্তু ধ্যান করাই আবশ্যক ; আগে ধ্যান না করিলে উপদেশ রচনা করা অতি দুষ্কর, এব৯ উপদেশ দেওয়া নিম্নল । mssassessess {