পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ তৃতীয় খণ্ড । উপদেশের অনুক্রম বিষয়ক পরামর্শ। উপদেশের তিন অণশ আছে, প্রথম আভাস, দ্বিতীয় প্রধানাংশ, তৃতীয় সমাপক বাক্য। সম্রতি আভাষের ও সমাপক বাক্যের কথা হয় না, কেবল প্রধানা^শের কথা হইতেছে। ইহার মধ্যে আইল আমরা উপদেশের অনুক্রম নিশ্চয় করণার্থে নানা ভাগে উপদেশ বিভক্ত করণের নিয়ম বিবেচনা করি । মূলৰচনানুসারে উপদেশের বিভাগ করা অতি উত্তম, কিন্তু তাহ কিঞ্চিৎ দুষ্কর, এই জন্যে আমরা সেই বিভাগ করণের অন্য ২ যে নিয়ম চলিত আছে, তাহ অগ্রে প্রকাশ করি । সেই নিয়ম নানা প্রকার। ( ) সময়ানুক্রমিক নিয়ম। এই নিয়মানুসারে প্রথমে কি হয়, পরে কি হয়, শেষে কি হয়, তাহ প্রকাশ করা যায়. কোন ঘটনার বিবরণ বিষয়ে উপদেশ দিলে সেই নিয়মানুসারে বিভাগ করিতে হয়। ইহার উদাহরণ, অনানিয়ের ও সাফৗরার বৃত্তান্ত বিষয়ে যদি উপদেশ হয়, তবে সময়ানুক্রমিক নিয়মানুসারে এই ২ ভাগ করা যাইতে পারে । ১, তাহাদের পাপ । ২, সেই পাপের প্রকাশিত হওন । ৩. সেই পাপের দণ্ড । ৪, ঐ দণ্ড হইলে মঞ্জলীর এব^ অন্যান্য লোকের ভীত হওন। (২) সামান্য বিবেচনার নিয়ম । এই নিয়মানুসারে প্রচারক প্রথমে কোন ঈশ্বরীয়,আজ্ঞার কিম্বা শিক্ষা