পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سرانه কোন ২ উপদেশের সমস্ত বাক্যই সমপূর্ণৰূপে কাগজে লেখা অতি আবশ্যক । আর কাগজে লিখিত উপদেশ শ্ৰোতৃবর্গের সাক্ষাতে পাঠ করা, কিম্ব অগ্রে তাহী কণ্ঠস্থ করিয়া পরে প্রচার করা ভাল নহে । যেহেতুক তাহণ করিলে শ্রোতারা বলিবে, এই ব্যক্তি আপন মনের কথা কছে না, কেবল কাগজের কথা পাঠ করে, কিম্ব পরের শিক্ষিত কথা প্রচার করে । সেই কাগজ যদি আমাদিগকে ८म ওয়া যায়, তবে আমরা আপনার পাঠ করিতে পারি ; এবং উত্তম উপদেশের কথা মুখস্থ করিয়া প্রচার করা দুষ্ট লোকের ও অনায়াসে সাধ্য। যে কথা প্রচারকের মনের কথ। তাঙ্গাই তামরা শুনিল, কাগজের কথা কিম্বা কণ্ঠস্থ করা কথা আমরা শুনিতে চাহি না । এমন হইলে প্রচারক কি করিতে পারে ? তাহার উত্তর এই উপদেশের সমস্ত বাক্য লেখা ভাল, ইহা পূৰ্ব্বে দেখিলাম, এব^ তাহ করিলে প্রচারকের অনেক উপকার দশিৰে বটে, তথাপি সেই উপায় বিল উপদেশ দেওনে সমর্থ হওনের চেষ্টা করা তাহার আবশ্যক । অতএব সে কখনো ২ উপদেশের সমস্ত কথা লিথিয়া অগ্রে দুই তিন বার পাঠ করিবে, পরে উপদেশ দেওনের সময়ে যদি সমস্ত ৰাক্য স্মরণ করিতে না পারে, তবে তৎকালে আপন শক্ত্যনুসারে উপযুক্ত কথা কহিবে । এবং কখনে ২ উপদেশের অনুক্রম অর্থাৎ প্রধান ভাগের স্মরণার্থে কতক বাক্য কাগজে লিথিয় তাগৈ মনে বিবেচনা করিবে, পরে উপদেশ দেওনের সময়ে আপন শক্ত্যনুসারে উপযুক্ত কথা কহিৰে । যে