পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭ এষণ কি ২ শব্দ ব্যবহার করিতে হইবে, এই বিষয়ে উপদেশ করণের সময়ে সন্দিগ্ধ হওয়া ভাল নহে । যেহেতুক তাহা হইলে শ্রোতার বলিবে, এ ব্যক্তি আমাদিগকে কি জানাইতে চাহে তাহ। আপনি জানে না, এমন বোধ হয় । এব^ উপদেশ করণের সময়ে যদি প্রচারক বার ২ একই কথা কছে, তবে তাহার সেই পুনরুক্তিতে শ্রোতারা অসন্তুষ্ট হইয়া বলিবে, এ ৰ্যক্তি বাচালের ন্যায় বকে, ইহার কথা শুনিলে আমাদের কি লাভ হইবে ? অতএব যাহা বক্তব্য তাহ উপদেশের পূৰ্ব্বে নিশ্চয় করা প্রচারকের কৰ্ত্তব্য। তাহ বুঝিয়া কেহ ২ দাতব্য উপদেশের সমস্ত বাক্যই-কাগজে লিখে ; কেহ বা কেবল অল্প কথ'লিথিয়া মানসিক বিবেচনা কিম্বা ধ্যানদ্বারা প্রথমা ৰধি শেষ পর্য্যন্ত সমস্ত বাক্যই নিশ্চয় করে ; কেহ বা অগ্ৰে অল্প বাক্যমাত্র স্থির করিয়া বোধ করে, উপদেশ দেওনের সময়ে যাহ ২ বক্তব্য- তাহ আমি তৎকালেই অনায়াসে বুঝিৰ । এই বিষয়ে নিম্নলিখিত পরামর্শ মনোযোগের যোগ্য। যে ব্যক্তি কখনো সমপূর্ণ উপদেশের সমস্ত বাক্য কাগজে লিখে নাই, সেই ব্যক্তির উপদেশেতে নানা তুটি প্রকাশ পাইৰে । ফলতঃ তাহার উপদেশের দীর্ঘতার কোন নিশ্চিত পরিমাণ হইবে না, এব^ তাহার ভাষা শুদ্ধ হইবে না, এব^ লে নিঃসন্দেহে কথা কহিতে পারিৰে না, এব^ অনেক পুনরুক্তি করিবে, এব^ এক উপদেশে স্বাহ কহিয়াছিল, তাছাই পরে আর এক স্বার উপদেশ করিলে পুনরায় কহিবে । অতএব মধ্যে ২