পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8-9 উপদেশ । আভ;ষ । যে রাত্রিতে প্রভূ যীশু খ্ৰীষ্ট আমাদের নিমিত্তে মৃত্যুভোগ করুণার্থে আপনাকে শতুগণের হস্তে সমপণ করিতে উদ্যত ছিলেন, সেই রীত্রিতে তিনি অগ্রে আপন শিষ্যদিগকে সান্থন দিতে আবশ্যক বুঝিয় তাহীদের সহিত অনেক ক্ষণ পর্য্যন্ত কথাবাৰ্ত্ত কহিয়া তাহাদের মনকে সুস্থির করিতে চেষ্টা করিলেন। তৎকালে তাহারা অতিশয় শোকার্ভ ছিলেন, যেহেতুক যিনি আমাদের অতি প্রিয় গুরু, তিনি আমাদের হইতে নীত হইবেন, এ বণ তাহাকে অত্যন্ত ক্লেশ ও অপমান ভোগ করিতে ও হত হক্টতে হইবে, তাহাতে আমাদের অসীম মনোদুঃথ ও শত্র জন্য ভয় হইবে ; এব^ যদ্যপি তিনি শেমেঠে সকল দুঃথ উত্তীর্ণ হইয়া স্বগেতে যাইবেন, তথাপি এমন অপূৰ্ব্ব বন্ধুর বিচ্ছেদে আমাদের মন তখনও শোকান্বিত থাকিবে; কারণ তাহার তুল্য বন্ধু আর কোথায় পাইব? আমরা দুৰ্ব্বল, তিনি আমাদের নিকটে না থাকিলে কে আমাদিগকে ধৰ্ম্মপথ দেখাইবে, ও পাপহইতে রক্ষা করিবে, ও পরীক্ষার সময়ে শয়তানের ছলহইতে উদ্ধার করিবে ? এই পুকার চিন্তা তাহাদের মনেতে উপস্থিত হইতে লাগিল । অতএব সেই সকল চিন্তা নিবারণার্থে তিনি তাহাদিগকে নানা সাম্ভুনার কথা কহিলেন, তাহার মধ্যে এই একটি কথা আছে, “ আমি যথার্থ কহিতেছি, আমার গমন তোমাদের হতজনক,