পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8% এব^ আমাদের উপকার করিলে সমপূর্ণৰূপে করিতে পারেন। যিনি এমত মহান তিনি আমাদের বন্ধু হইয়া আমাদের পারমার্থিক মঙ্গলের চেষ্টা করেন, এ আমাদের কেমন সৌভাগ্য। তিনি আমাদের নিকটবৰ্ত্তা, কেবল তাহী নহে, আমাদের মনেতে অধিষ্ঠানও করেন, তাহাতে অযোগ্য ও দুৰ্ব্বল ও পাপিষ্ঠ যে আমরা আমাদের মন ও শরীর তাহার মন্দির স্বরূপ হয়। সৰ্ব্বজ্ঞ ও সন্ত্রশক্তিমান ও সৰ্ব্বদা নিকটবৰ্ত্তি যে বন্ধু এমন বন্ধু ব্যতিরেকে আর কাহার উপকার ও বন্ধুতা বহুমূল্য হইতে পারে ? e e তিনি আমাদের যে উপকার করেন, তাহ বিশেষ প্রকার। তিনি আমাদের সৃষ্টিকৰ্ত্ত নহেন এব^ প্রতিপালনকৰ্ত্ত নহেন, এবণ শারীরিক ও সা৯সারিক বিষয়ে আমাদের উপকারও করেন না। আর তিনি আমাদের ত্ৰাণ কত্বধ ও নহেন এব^ মহাযাজকও নছেন । তিনি আমাদের নিমিত্তে প্রাণ দেন নাই এবণ প্রায়শ্চিত্তও করেন নাক্ট, এব০ তিনি যে এখন স্বগেতে আমাদের নিমিত্তে প্রার্থনা করিতেছেন, তাহাও নহে। তবে তিনি আমাদের যে উপকার করেন সে কি প্রকার ? না, তিনি আমাদের মনের উপকার করেন; আমাদের মনকে ধৰ্ম্মজ্ঞান প্রদান করেন, আমাদের মনেতে সুপ্রবৃত্তি জন্মান, আমাদের মনকে পারমার্থিক বলেতে বলবান করেন, এৰণ আমাদের মনকে পারমার্থিক মানন্দেতে প্রফুল্ল করেন । যেমন আলে৷ কেৱল চক্ষুদ্বারা গ্রাহ্য