পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఆ “ষ্যদের সকল প্রকার পাপ ও নিন্দার ক্ষম হইতে পারে, “ কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দার ক্ষম হইতে “ পারে না। আর যে কেহ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কথা “ কহে, সে দোষের ক্ষম পাইতে পারে, কিন্তু যে কেহ “ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে, ইহলোকে কি পর“লোকে তাহার সেই দোষের ক্ষম হইতে পারে না।” এই ভয়ানক কথাদ্বারা আমরা বুঝিতেছি, যে পাপ পবিত্র আত্মার বিরুদ্ধে হয়, সেই পাপের পরে আর ভারি পাপ নাই । অতএব পবিত্র আত্মা ঈশ্বর বটেন, ইহার কোন সন্দেহ হইতে পারে না । এব৭ পবিত্র আত্মা কোন ঈশ্বরীয় গুণ কি শক্তিমাত্র নহেন, কিন্তু কৰ্ম্মকৰ্ত্ত আছেন, ইহার অনেক প্রমাণ ধৰ্ম্মপুস্তুকে আছে, তাহার মধ্যে কেবল এই একটি জানাষ্টৰ | করি স্থীয়দের প্রতি প্রথম পত্রের ১২ অধ্যায়ের ১১ পদে লিথিত আছে, যথা “এক অদ্বিতীয় আত্মা স্বে“ ছানুসারে প্রতি জনকে অণশক্রমে শক্তি প্রদান করি“ য়া এই সকল কৰ্ম্ম আপনি সাধিতেছেন।” . দ্বিতীয় ভাগ । ২ । এইক্ষণে বিশ্বাসি লোকদের সহিত পবিত্র অাত্মার সম্লক কি তাহ বিবেচনা করি । তিনি আমাদের সহায় আছেন, অর্থাৎ আমাদের সাহায্য করেন। তিনি আমাদের অপেক্ষ মহান, যেহেতুক তিনি স্বয় ঈশ্বর । তাহার মহিমার ও শক্তির ও জ্ঞানের সীমা নাই। তিনি আমাদের মনের অবস্থা জানেন, এব^ আমাদের কিং আবশ্যক আছে তাহাও জানেন,