পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8షె পাপকে ঘৃণা করিয়া শয়তানের সেবা ত্যাগ করিয়া ঈশ্বরকে প্রেম করিতে ও তাহার আজ্ঞা সকল ভাল বাসিতে আরম্ভ করে। এই রূপে পবিত্র আত্মার সাহায্যেতে মনুষ্যের পুনর্জন্ম অর্থাৎ স্বভাবান্তর হয় । so (২) ঈশ্বরের আজ্ঞা পালন কৰ্ম্মে পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। যে মনুষ্য পুনর্জত হইয়াছে, সে ঈশ্বরের আজ্ঞা পালন করণে একেবারে বড় নিপুণ হয না । মনুষ্য যে কৰ্ম্ম ব্যবহারদ্বার শিখে নাই, সেই কৰ্ম্ম হঠাৎ করিতে চাহিলেও করিতে পারে না। যেমন আট কি দশ মাসের শিশু দ্যপি হঠাৎ চলিতে ইচ্ছ। করে, তথাপি পারে না, তদ্রুপ পুনজাত মনুষ্য ঈশ্বরের আজ্ঞাপথে গমন করিতে চাহিলেও একেবারে পারে ন, কেবল ক্ৰমে ২ ব্যবহারদ্বার শি থিলে’ তাহা করিতে পারে। আর সে একেবারে সকল পাপু ত্যাগ করিতে পারে , বর৭ জন্মকালাবধি পাপের প্রতি তাহার যে অনুরাগ ছিল, তাহ অনেক কাল পর্য্যন্ত থাকে, তৎ প্রযুক্ত সে ইচ্ছ না করিলেও বার ২ পাপকৰ্ম্ম করে। কিন্তু পবিত্র আত্মার সাহায্যেতে মনুষ্য ক্রমে ২ পাপহইতে স্বতন্ত্র হয় । পবিত্র আত্ম তাহাকে ঈশ্বরের আজ্ঞা বুঝাইয়? ট্রেন, এব^ সেই আজ্ঞা পালন করিতে তাহার পুস্কৃত্তি জন্মান, এবং পাপ করিলে তাহাকে ভয় দেখান, ও ভাল কমু করিলে তাহাকে আনন্দিত করেন, এব^ তাহাকে সাবধান হইতে শিক্ষা দেন, এব^ উপযুক্ত সাহস ও শক্তি পুদান করেন। তাহাতে যাহাঁর স্বভাৰ