পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(e পূৰ্ব্বে কেবল মন্দ ছিল, এমত লোক উত্তরোত্তর ধাৰ্ম্মিক ও পবিত্র হইয় উঠে । (৩) ঈশ্বরেতে বিশ্বাস ও হানন্দ করণ কৰ্ম্মে পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। মনুষ্য নিজে অৰিশ্বাসী হইয়। ঈশ্বরকে কটিন জ্ঞান করে, এবণ পাপ ও মৃত্যু ও বিচারদিন ও নরক মনে পড়িলে, কিম্বা বড় ও ৰামাদি ঘটিলে তাহাহইতে ভীত হয়। আর পাপি লোকদের পক্ষে ঈশ্বর ভয়ানক আছেন ষ্টহী সত্য বটে, এব° ইহার অতি স্লষ্ট প্রমাণ আমাদের ত্রাণকত্তার ক্লেশ ও মৃত্যভোগ। যে ঈশ্বর আমাদের পাপ প্রযুক্ত আপন অদ্বিতীয় পুত্রের প্রতি এমন ভারি দণ্ড ঘটাইলেন, সেই ঈশ্বরহ ষ্টতে পাপিকে অবশ্য ভয় করিতে হয়, ইহা প্রত্যেক পুনর্জাত মানুস উত্তমরূপে জানে। কিন্তু পবিত্র আত্ম। তাই াকে সেই ঈশ্বরেতে বিশ্বাস করাষ্টয় আনন্দিত হক্টতে দিক্ষণ দেন, তাহাতে ঈশ্বর আমার প্রতি আর ক্রোধ করেন না, তিনি ত্রাণকত্তার গুণে আমার সকল অপরাধ ক্ষমা করিয়া পিতার ন}ায় আমার প্রতি স্নেহ করিতেছেন ; এব^ আমাকে আর শতু জ্ঞান না করিয়া পুত্ৰ কিম্ব কন্যার ন্যায় জ্ঞান করাতে আমার মঙ্গলের চেষ্টা করিতেছেন ; ইহকালে আমার প্রতি ঘে কিছু ঘটে, ম্বেষ্ট সকলদ্বারা আমার পরম মঙ্গল সিদ্ধ হইতেছে ; আমার প্রতি যে দুঃথ ও ক্লেশ ঘটে, তাহ। কোন তিক্ত ঔষধের তুল্য বটে, কিন্তু সেই ঔষধদ্বারা আমার স্বাস্থ্য হইতেছে ; আমার মৃত্যু হইলে আমি স্বগে याईद, তথায় সৰ্ব্বতোভাবে পবিত্র হইয়া নিত্য