পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ | 6 ఏ প্রভূ যীশু খ্ৰীষ্ট সেই সোপানস্বরূপ, যেহেতুক তাহার দ্বার। মতাদের নিকটে ঈশ্বরের অনুগ্রহ আনীত হয় | যোহন ১ : ৫ ১ । এব^ তিনি স্বর্গে উঠি বার পথ । আর তিনি ঈশ্বর ও মনুষ্য দুষ্ট হওয়াতে স্বর্গ ও পৃথিবী এই উভয় সম্বন্ধীয় আছেন। আর তাহার কৃত পরিত্রাণে স্বর্গদূতগণ আহলাদিত হন, এব• পরিত্রাণের পাত্রদের সেবা করেন । আর প্রভূ যীশু গ্রীষ্ট স্বাকুবের ব৯শে জন্ম লক্টনেন. এই নিমিত্তে,সেই সোপানের মূল যাকুলের নিকটে স্থাপিত হষ্টয়াছিল। ঈশ্বরের প্রতিজ্ঞ | তাহার প্রথম কথা পরিত্রাণ বিষয়ক, দ্বিতীয় কথা ঐহিক প্রতিপালনাদি .বিষয়ক, ইহার কারণ এই ২ | যাকুল যেন ত্ৰাণকৰ্ত্তার আদিপুরুষ হয়, ঈশ্বর ইহ। স্থির করাতে- যাকুবের প্রতি তিনি মনোযোগ করিবেন. এ বিষয়ে সন্দেহ হইতে পারে না । মনুষ্যজাতির পরিত্রাণ যেমন প্রধান বর, যাকুবের প্রতিপালন তদ্রুপ বড় বর নহে, ইহা যাকুবকে বুঝাইতে ঈশ্বরের বাস্থা ছিল। যিনি আমাদের পার মার্থিক , মঙ্গলদাতা, তিনি আমাদিগকে ঐহিক মঙ্গলও দেন। "