পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯye তৃতীয় ভাগ। সেই স্বপ্নদর্শনের পরে যাকুবের মনের उादङ्) । ১ । যাকব ভীত হইল, কারণ ঈশ্বরকে নিকটৱৰ্ত্তী জানিয়া পাপী ভয় পায় । - ২ । যাকুব ঈশ্বরের সেই অনুগ্রহ স্মরণ করিতে চেষ্টান্বিত হইল। বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হইলে আমাদেরও তদ্রুপ করা উচিত । ৩। যাকুৰ বুত করিল। আমরা কি তাহার মত বুত করিয়াছি ? চতুর্থ ভাগ । নানাবিধ শিক্ষা । ১ । ঈশ্বর সর্ব্বত্র আছেন, এল৭ मलfछुीन डैाङtज़ গৃহ স্বৰূপ ও স্বর্ণের দ্বার স্বরূপ হইতে পারে। ২ । যাকুল বুতের সময়ে স্বেৰূপে ঈশ্বরীয় প্রতিজ্ঞার কথা সরিয়াছিল, তদ্রুপ প্রার্থনার সময়ে স্থামা দেরও করা উচিত। (?, ) দুঃখের সময়ে মুনসের প্রাথন । মূনস ২ ; ৭ । প্রথম ভাগ। প্রার্থনা করণের সময়ে মুনসের उान झु। তাহার প্রাণ মূচ্ছিত ছিল। ১ । সে মৎস্যের উদরে ছিল। ২ । ইহা তাহার দণ্ড এব^ ঈশ্বরের ক্রোধের প্রমাণ ছিল। সে ঈশ্বরহইতে পলাইবার জন্যে সমুদ্রে গিয়াছিল, তাহাতে সমুদ্রের অতি গুপ্ত স্থানেও সে ঈশ্বরের হস্তগত আছে এমত প্রমাণ পাইল।