পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ¢ নিরুপায় বুঝিয় বলেতে ধরিয়া তাহার স্কন্ধে সেই ক্রুশকাঠের ভার দিল । ৫ । এই রূপ অপমানে ও অন্যায়ে শিমোন প্রথমে o e বিরক্ত হইল এমন বোধ হয় । দ্বিতীয় ভাগ । এই ঘটনাতে ঈশ্বরের অভিপ্রায় । ১। শিমোন যেন যীশ্বকে জ্ঞাত হক্টতে পারে । ২। শিমোনের ও তাহার পরিবারের পরিত্রাণ যেন হয়। তাহার স্ত্রীর ও তাহার পুত্র ক্লফের কথা ধৰ্ম্মপুস্তকে পাওয মায়। রোম ১৬, ১৩ । ৩। মিসর ও কুরীণীদেশে সুসমাচার সেন ব্যাপে । ৪ । শিমোনের ও তাহার দুষ্ট পুত্রের নামের উল্লেখদ্বারা অনেকে যেন 'গ্রীষ্টের মৃত্যুর এক স্নষ্ট প্রমাণ পায় । ৫। গ্রীষ্টের ক্রুশ বহন করা অর্থাৎ তাহার নিমিত্ত্বে অপমান ও ক্লেশ স্বীকার কর তাবৎ বিশ্বাসি -- লোকের উচিত ইহার ভাব যেন বুঝা যায়। তৃতীয় ভাগ। শিমোনের সৌভাগের বিবেচন। ১। শিমোন অতি আশ্চৰ্য্যৰূপে ঘীশুকে জানিতে পাইল । ২ । সেই দিনে শিমোন বিনা আর কেহ যীশ্বর কোন উপকার করিতে পারিল না । চতুর্থ ভাগ । শিক্ষা । যীশুর ক্রুশ বহন কর। প্রথমে অপমানের ও ক্লেশের কৰ্ম্ম বোধ হয়, কিন্তু পরে তাহ অনন্তকালীয় সৌভাগ্যের আরম্ভ হইয়া উচে।