পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ থোমার অবিশ্বাস । যোহন ২০ ; ২৪. ২১ ৷ প্রথম ভাগ । দুৰ্ব্বল বিশ্বালের বর্ণনা । ১ । দুৰ্ব্বল বিশ্বাসের মধ্যে কিঞ্চিৎ বিশ্বাস গুপ্ত আছে, ইহার প্রমাণ থোম । (১) গ্রীষ্টের প্রতি প্রেম দেখা যায়। (২) ধৰ্ম্মবাক্যের লভ্যতা যেন প্রকাশ পায়, ইহার বাঞ্ছা দেখা যায়। (৩) ধৰ্ম্মবাক্য নিতান্ত মিথ্যা,ইহা থোম বলিল না । +a... ২। দুৰ্ব্বল বিশ্বাসের মধ্যে অবিশ্বাস আছে। (১) থোম পরের সাক্ষ্য অগ্রাহ্য করিল, অর্থাৎ আমি আপনি যাহার সাক্ষী নহি তাহা সত্য জ্ঞান করিব না, ইহা বলিল । (২) থোম কেবল আপনার বাঞ্ছিত প্রমাণ গ্রাহ্য করিতে সম্মত হইল, অর্থাৎ অন্য কোন প্রকার দৃঢ় প্রমাণ আমি গ্রাহ্য করিব না, কেবল আমি ষে প্রমাণ চাহি তাহাইমাত্র গ্রাহ্য করিব । দ্বিতীয় ভাগ । দুৰ্ব্বল বিশ্বাসের বিষয়ে যীশুর অসন্তোষ । ১। যীশু বিশ্বাসের দুৰ্ব্বলতা দেখেন । ২। তিনি তাহাতে অসন্তুষ্ট হন। (১) থোম যে অবিশ্বাসী ইহা কহিলেন। (২) অবিশ্বাস ত্যাগ করিতে তাহাকে আজী করিলেন ।