পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ)፦ ৩। স্বৰ্গীয় সুথের সার গুীষ্টের সহবাস। গ্রীষ্টের প্রতি যাহার ভক্তি ও প্রেম না থাকে, সে কেন স্বর্গে যাইৰে ? ৪ । বিশ্বালি লোক মরণের সময়ে প্রার্থনা করে। স্তিফান প্রভূ যীশ্বর নিকটে প্রার্থনা করিয়াছিল। এব^ মরণের সময়ে যীশু যেৰূপ প্রার্থনা করিয়াছিলেন, স্তিফানও তদ্রুপ প্রার্থনা করিল। ৫। মরণের সময়ে মনের যে উপযুক্ত অবস্থা তা হার চিহ্ন । (১) খ্ৰীষ্ট স্বয়^ ঈশ্বর, ইহা জানিয় তাহার উপরে সমস্ত ভার দেওয়া । (২) গ্রীষ্টের ক্রুশীয় মৃত্যু ধ্যান করা । { ৩) মনুষ্যদের প্রতি প্রীতিভাব কর । {> >) ফালিকসের ব্যাকুলত । c2हिउ ९8; ९6 । প্রথম ভাগ । পৌলের ঈশ্বরীয় বাক্য প্রচার করণ । ১। পৌল খ্ৰীষ্টধর্মের সারকথা, অর্থাৎ গ্রীষ্টের মরণে বিশ্বাস করিলে পরিত্রাণ হয়, এই কথা প্রচার করিয়াছিল, ইহার সন্দেহ নাই । ২ । তথাপি পাপ বিষয়ে শ্রোতাদের মনে যেন ভয় জন্মে, এই তাহার বিশেষ অভিপ্রায় ছিল। (১) তাহার শ্রোতা ফৗলিকস উৎকোচগ্রাহি শালনকৰ্ত্তণ ছিল। সে ও তাহারু ভাৰ্য্যা উভয়ে