পাতা:স্ত্রী-রোগ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 স্ত্রী-রোগ । তাহা কতদূর প্রবেশ করিয়াছে। সুউও জরায়ুগ্রহরে থাকা সত্ত্বেই উভয় হস্তারা পরীক্ষা করিয়া জরায়ুর আয়তন স্থির করা উচিত । বিশেষ সতর্কভাবে এই পরীক্ষা আবশু্যক । ২১শ চিত্র। পশ্চাৎ বক্র জরায়ুগহ্বরে সাউণ্ড প্রবেশ করানর প্রণালী । বাহ মুখ সঙ্গীর্ণ বিধায় যদি জরায়ুমধ্যে সাউণ্ড প্রবেশের বিঘ্ন উপস্থিত হয় তবে তত্রস্থ তর্জনী অঙ্গুলী দ্বারা অগ্র-ওষ্ঠ চাপিয়া রাখিয়া, সাউণ্ডের মুষ্টি নত ও অঙ্গুলীর প্রান্তভাগের গতি অনুযায়ী সাউও প্রবেশ করাইলেই সহজে প্রবিষ্ট হয় । পরন্তু তাহাতে অকৃতকাৰ্য্য হইলে স্পেকুলমের সাহায্যে চক্ষে দেখিয়া সাউণ্ড প্রবেশ করাইবে। আবশ্বক হইলে ভলসেলার সাহায্য লওয়া কৰ্ত্তব্য। মুখ অত্যন্ত সঙ্কীর্ণ হইলে প্রথমে সরু সাউও প্রবেশ করান উচিত। শ্নৈয়িক :ঝিল্লির ভাজ